২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র
গদ্যাংশ : বই পড়া- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : বই পড়া’ থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১। প্রমথ চৌধুরীর শিক্ষা জীবন কেমন?
ক) মননশীলতাপূর্ণ
খ) অতিশয় গৌরবময়
গ) অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ
ঘ) অসাধারণ কৃতিত্বপূর্ণ
২। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়- কার নেতৃত্বে?
ক) সঞ্জীবচন্দ্র
খ) ঈশ্বরচন্দ্র
গ) রবীন্দ্রনাথ
ঘ) প্রমথ চৌধুরী
৩। ‘চার ইয়ারি কথা’ প্রমথ চৌধুরীর কোন ধরনের গ্রন্থ?
ক) গল্প খ) উপন্যাস
গ) প্রবন্ধ ঘ) নাটক
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
প্রিয়া ঢাকা শহরের একটা ভালো স্কুলে পড়ে। স্কুলের ফাঁকে ফাঁকে সে লাইব্রেরিতে অন্যান্য বই পড়ে। এটা জানতে পেরে তার মা খুব চিন্তিত। তার ধারণা, এভাবে লাইব্রেরিতে সময় নষ্ট করলে ফলাফল খারাপ হবে।
৪। উদ্দীপকের প্রিয়ার মায়ের মনোভাবে ‘বই পড়া’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) বর্তমান শিক্ষার বিষময় ফল
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) আমাদের অসম্পূর্ণ শিক্ষার পরিণতি
ঘ) আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা
৫। উক্ত মনোভাবের অবসান ঘটাতে-
i) প্রচলিত শিক্ষার উল্টো টান টানতে হবে
ii) প্রিয়াকে স্বাগত জানাতে হবে
iii) প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে
নিচের কোনটি সঠিক ?
ক) i খ) i, iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৬। বই পড়া প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার সপক্ষে বাক্য ব্যয় করার কারণ কী?
ক) সবাইকে পাঠচর্চায় উদ্বুদ্ধ করা
খ) জাতির আত্মরক্ষা করা
গ) পাঠকের মনোরঞ্জন করা
ঘ) প্রকৃত শিক্ষার স্বরূপ উন্মোচন করা
৭ ‘বই পড়া’ প্রবন্ধে বাজিকরের সাথে তুলনা করা হয়েছে কাকে?
ক) শিক্ষককে খ) শিক্ষার্থীকে
গ) অভিভাবককে
ঘ) ডেমোক্রেসির গুরুদেরকে
উত্তর : ১. ঘ, ২. ঘ, ৩.গ, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. গ।